Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪০২/ হযরর আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন- রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনআল্লাহু তায়ালা হযরত আদম (আঃ) কে তাঁর আকার আকৃতিতেই সৃষ্টি করেছেন তাঁর দৈঘ্য ছিল ষাট হাত আল্লাহু তায়ালা তাঁকে সৃষ্টি করে বলেনযাও এবং অবস্থনরত ফেরেশতাদের দলটিকে সালাম কর আর তারা তোমার সালামের কি জওয়াব দেয় তা মনোযোগ দিয়ে শ্রবণ কর  কেননা, এটাই হবে তোমার এবং তোমার সন্তনদের সালামের প্রত্যুত্তর অতপর আদম (আঃ) গিয়ে বললেন, “আস্সালামু -লাইকুম” , তাঁরা জবাব দিলেনআস্সালামু -লাইকা ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ (সঃ) বলেন, তাঁরাওয়া রাহমাতুল্লাহঅংশটি বৃদ্ধি করেছেন অতপর রাসূল্ললুল্লাহ্‌ (সঃ) বললেনযে ব্যক্তিই বেহেশ্তে প্রবেস করবে, সে আদম (আঃ) আর আকৃতিতেই বেহেশ্তে প্রবেস করবে এবং সে দৈর্ঘ্য হবে ষট হাত লম্বা তখন হতে অদ্যাবধি পর্যন্ত সৃষ্টিকুলের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পেয়ে আসতেছে (বোখারী মুসলিম)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...