অনুবাদঃ- ৪৪০২/১ হযরর আবু
হোরায়রা (রাঃ)
হতে বর্ণিত । তিনি বলেন-
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – আল্লাহু তায়ালা হযরত আদম (আঃ)
কে তাঁর
আকার আকৃতিতেই সৃষ্টি করেছেন ।
তাঁর দৈঘ্য
ছিল ষাট
হাত ।
আল্লাহু তায়ালা তাঁকে সৃষ্টি করে
বলেন – যাও
এবং অবস্থনরত ফেরেশতাদের ঐ দলটিকে সালাম কর ।
আর তারা
তোমার সালামের কি জওয়াব দেয়
তা মনোযোগ দিয়ে শ্রবণ কর । কেননা, এটাই হবে তোমার এবং তোমার সন্তনদের সালামের প্রত্যুত্তর ।
অতপর আদম
(আঃ) গিয়ে
বললেন, “আস্সালামু আ-লাইকুম” , তাঁরা
জবাব দিলেন
“আস্সালামু আ-লাইকা ওয়া
রাহমাতুল্লাহ” ।
রাসূলুল্লাহ (সঃ)
বলেন, তাঁরা
“ওয়া রাহমাতুল্লাহ”
অংশটি বৃদ্ধি করেছেন । অতপর
রাসূল্ললুল্লাহ্ (সঃ)
বললেন – যে
ব্যক্তিই বেহেশ্তে প্রবেস করবে, সে আদম
(আঃ) আর
আকৃতিতেই বেহেশ্তে প্রবেস করবে এবং সে
দৈর্ঘ্য হবে
ষট হাত
লম্বা ।
তখন হতে
অদ্যাবধি পর্যন্ত সৃষ্টিকুলের দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পেয়ে আসতেছে ।(বোখারী ও
মুসলিম)
Subscribe to:
Post Comments (Atom)
আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়
অনুবাদঃ - ৪৪২০ / ১৯ হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...
-
অনুবাদঃ - ৪৪১৭ / ১৬ হযরত উমর ( রাঃ ) হতে বর্ণিত । তিনি বলেন , উপরে ‘ রাস্তার হক ’ সম্পর্কীয় ঘটনায় নবী সাল্লাল্লাহু আ...
-
অনুবাদঃ - ৪৪২০ / ১৯ হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...
-
অনুবাদঃ - ৪৪০৯ / ৮ হযরত আবু হুরায়রা ( রাঃ ) হতে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লা...
No comments:
Post a Comment