অনুবাদঃ- ৪৪১৭/১৬ হযরত উমর (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন , উপরে ‘রাস্তার হক’ সম্পর্কীয় ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন – মায্লুমের ফরিয়াদ শ্রবণ করো এবং পথভোলা ব্যক্তিকে রাস্তা দেখায়ে দাও ।
হাদীসের এ অংশ দু’টি সনদের দিক দিয়ে বোখারী ও মুসলিমের শর্ত মোতাবেক পাওয়া গিয়াছে ।
অনুবাদঃ- ৪৪১৮/১৭ হযরত আলী (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি কল্যাণজনক দায়িত্ব ন্যস্ত রয়েছে । যখন কোন মুসলমানের সাথে সাক্ষাত হবে তাকে সালাম করবে । সে তাকে ডাকলে তার ডাকে সাড়া দিবে । আর যখন সে হাঁচি দিবে তখন তার জবাব দিবে, যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তার সেবা – শুশ্রূষা করবে । সে মৃত্যুবরণ করলে তার জানাযার পিছনে চলবে এবং নিজের জন্য যা উত্তম মনে করবে তার জন্যও উহা উত্তম মনে করবে । (তিরমিযী ও দারেমী)
অনুবাদঃ- ৪৪১৯/১৮ হযরত ইমরান বিন হুসাঈন (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন- এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসল এবং বলল, ‘আস্সালামু আ’লাইকুম’ । তিনি তার সালামের জবাব দিলেন, তারপর সে বসে পড়ল । তখন নবী (সঃ) বললেন, এ লোকটির জন্য দশটি নেকী লেখা হয়েছে । অতপর আর এক ব্যক্তি আসল এবং বলল, ‘আস্সালামু আ’লাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ । হুযুর (সঃ) তার জবাব দিলেন, পরে লোকটি বসল, তখন হুযুর (সঃ) বললেন, লোকটির জন্য বিশটি নেকী লেখা হয়েছে । তারপর আরও এক ব্যক্তি আসল, সে বলল ‘আস্সালামু আ’লাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ । হুযুর (সঃ) তার সালামের জাবাব দিলেন, লোকটি বসে পড়ল । তখন হুযুর (সঃ) বললেন, এ লোকটির জন্য ত্রিশটি নেকী লিখা হয়েছে । (তিরমিযী ও আবু দাউদ)
No comments:
Post a Comment