Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪১৭/১৬   হযরত উমর (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন , উপরেরাস্তার হকসম্পর্কীয় ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনমায্লুমের ফরিয়াদ শ্রবণ করো  এবং পথভোলা ব্যক্তিকে রাস্তা দেখায়ে দাও
হাদীসের অংশ দুটি সনদের দিক দিয়ে বোখারী মুসলিমের শর্ত মোতাবেক পাওয়া গিয়াছে
অনুবাদঃ- ৪৪১৮/১৭ হযরত আলী (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন , রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , একজন মুসলমানের উপর অপর একজন মুসলমানের ছয়টি কল্যাণজনক দায়িত্ব ন্যস্ত রয়েছে যখন কোন মুসলমানের সাথে সাক্ষাত হবে তাকে সালাম করবে সে তাকে ডাকলে তার ডাকে সাড়া দিবে আর যখন সে হাঁচি দিবে তখন তার জবাব দিবে, যখন সে অসুস্থ হয়ে পড়বে তখন তার সেবাশুশ্রূষা করবে সে মৃত্যুবরণ করলে তার জানাযার পিছনে চলবে এবং নিজের জন্য যা উত্তম মনে করবে তার জন্যও উহা উত্তম মনে করবে (তিরমিযী দারেমী)

অনুবাদঃ- ৪৪১৯/১৮  হযরত ইমরান বিন হুসাঈন (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন- এক ব্যক্তি  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসল এবং বলল, ‘আস্সালামু লাইকুম তিনি তার সালামের জবাব দিলেন, তারপর সে বসে পড়ল তখন নবী (সঃ) বললেন, লোকটির জন্য দশটি নেকী লেখা হয়েছে অতপর আর এক ব্যক্তি আসল এবং বলল, ‘আস্সালামু লাইকুম ওয়া রাহমাতুল্লাহ্ হুযুর (সঃ) তার জবাব দিলেন, পরে লোকটি বসল, তখন হুযুর (সঃ) বললেন, লোকটির জন্য বিশটি নেকী লেখা হয়েছে তারপর আরও এক ব্যক্তি আসল, সে বললআস্সালামু লাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুযুর (সঃ) তার সালামের জাবাব দিলেন, লোকটি বসে পড়ল তখন হুযুর (সঃ) বললেন, লোকটির জন্য ত্রিশটি নেকী লিখা হয়েছে (তিরমিযী আবু দাউদ)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...