Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪১২/১১  হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, একদা একদল ইহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসার উনুমতি চাইল এবং বলল, ‘আসসামু লাইকুম’; তখন আমি তাদের প্রত্যুত্তরে বললাম’ ‘বাল লাইকুমুস্সামু ওয়াল্লানাতু তখন নবী (সঃ) বললেন, হে আয়েশা! আল্লাহ তায়ালা স্বয়ং কোমল; তিনি সকল কাজে কোমলতাকে পছন্দ করেন তখন আমি বললাম, আপনি কি শুনেননি তারা কি বলেছিল ? তখন তিনি বললেন, আমিও তো তাদের জবাবে শুধুওয়া আলাইকুমবলেছি অপর এক রেওয়ায়েতে শুধু লাইকুমরয়েছে, ‘ওয়াএর উল্লেখ করা হয়নি (বোখারী মুসলিম)


 অনুবাদঃ- ৪৪১৩/১২  বোখারীর অপর এক রেওয়ায়েতে আছে, তিনি{হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার ইহুদীগন নবী (সঃ) এর খেদমতে আসল এবং বলল, ‘আস্সামু লাইকা উত্তরে তিনি বললেন ওয়া আলাইকুম কিন্তু হযরত আয়েশা (রাঃ) বললেন ; অর্থঃ- ‘তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত অসন্তুষ্টি

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...