অনুবাদঃ- ৪৪০৪/৩
হযরত আবু
হুরায়রা (রাঃ)
হতে বর্ণিত । তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক বা
অধিকার রয়েছে
। যখন
কোন মুসলমান রোগ ব্যধিতে আক্রান্ত হয় তখন তার
সেবা শুশ্রুষা করা । সে
মৃত্যুবরন
করলে তার
জানাযা ও
দাফন-কাফনে
উপস্থিত থাকা,
দাওয়াত করলে
তা গ্রহণ
করা, আর
যখন সাক্ষাৎ হবে তখন সালাম
করা, হাঁচি
দিলে দোয়া
দ্বারা উহার
জবাব দেয়া
এবং উপস্থিত ও অনুপস্থিত উভয়
অবস্থায় তার
জন্য কল্যান কামনা করা ।
গ্রন্থাকার
বলেন আমি
অত্র হাদীসটি সহীহ্ বুখারী মুসলিমের মধ্যে পাইনি ।
এমনকি ঈমাম
হুমইদীর কিতাবেও পাইনি । তবে
জামে উসূলের গ্রন্থকার উক্ত হাদীসটিকে ঈমাম নাসাঈর বারাত
দিয়ে বর্ণনা করেছেন ।
No comments:
Post a Comment