Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪০৪/ 
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক বা অধিকার রয়েছে যখন কোন মুসলমান রোগ ব্যধিতে আক্রান্ত হয় তখন তার সেবা শুশ্রুষা করা সে মৃত্যুবরন  করলে তার জানাযা দাফন-কাফনে উপস্থিত থাকা, দাওয়াত করলে তা গ্রহণ করা, আর যখন সাক্ষাৎ হবে তখন সালাম করা, হাঁচি দিলে দোয়া দ্বারা উহার জবাব দেয়া এবং উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় তার জন্য কল্যান কামনা করা
গ্রন্থাকার বলেন আমি অত্র হাদীসটি সহীহ্বুখারী মুসলিমের মধ্যে পাইনি এমনকি ঈমাম হুমইদীর কিতাবেও পাইনি তবে জামে উসূলের গ্রন্থকার উক্ত হাদীসটিকে ঈমাম নাসাঈর বারাত দিয়ে বর্ণনা করেছেন

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...