Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



 অনুবাদঃ- ৪৪১৩/১২  বোখারীর অপর এক রেওয়ায়েতে আছে, তিনি{হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার ইহুদীগন নবী (সঃ) এর খেদমতে আসল এবং বলল, ‘আস্সামু লাইকা উত্তরে তিনি বললেন ওয়া আলাইকুম কিন্তু হযরত আয়েশা (রাঃ) বললেন ; অর্থঃ- ‘তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর আল্লাহর অভিসম্পাত অসন্তুষ্টি বর্ষিত হোক তাঁর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আয়েশা থামো ! নম্রতা অবলম্বন করো, কঠোরতা পরিহার করো আশ্লীল অসোভন উক্তি হতে বেঁচে থাকা বাঞ্ছনীয় তখন হযরত আয়েশা  বললেন, আপনিকি শোনেন নি- তারা কি বলেছে ? এবার হুযুর (সঃ) বললেন তুমি কি শোননি আমি কি বলেছি ? আমি তো তাদের বাক্য তাদের উপর ফিরিয়ে দিয়েছি ফলে আমার বাক্য তাদের বিরুদ্ধে গৃহিত কিন্তু আমার ব্যপারে তাদের প্রার্থনা অগ্রহণীয়
আর মুসলিম শরীফের অপর এক বর্ণায় ইহাও উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, হে আয়েশা! তুমি অযথা অশ্লীল কথা বলো না কেননা, আল্লাহ তায়ালা আশালীনতা অশ্লীলতা আদৌ পছন্দ করেন না ।

অনুবাদঃ- ৪৪১৪/১৩  হযরত উসামা বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন যেখানে মুসলমান , মুশরিক তথা পৌতলিক ইহুদী সম্প্রদায়ের লোক ছিল তিনি তাদেরকে সালাম করলেন (বোখারী মুসলিম)

অনুবাদঃ- ৪৪১৫/১৪  হযরত আবু সাঈদ খুদ হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা রাস্তার উপর বসা হতে নিজকে বাঁচিয়ে রাখ তাঁরা বললেন , হে আল্লাহ্ রাসূল আমাদের তো রাস্তার উপরে বসা ব্যতীত গত্যন্ত্র নেই কারণ, আমরা তথায় বসে প্রয়োজনীয় কথাবার্তা সমাধা করি তিনি বলেন , যদি তোমরা তথায় বসতে একান্তই বাধ্য হও তবে রাস্তার হক আদায় করবে তাঁরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্ রাসূল! রাস্তার হক কি? তিনি বললেন চক্ষু অবনত রাখা, কাউকেও কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া , ভাল কাজের আদেশ করা এবং খারাপ কাজ হতে নিষেধ করা (বোখারী মুসলিম)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...