Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪১০/  হযরত আব্দুল্লাহ্ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইহুদীরা তোমাদেরকে সালাম করে, তখন তারা বলেআস্সালামু লাইকাবলে তখন জবাবে তুমি বলবে ওয়া লাইকা বোখারী মুসলিম)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...