Friday, March 27, 2015

আল কুরআন ও আল হাদীস



অনুবাদঃ- ৪৪০৫/  হযরত আবু হুরায়রা (রাঃ)হতে বর্ণিত তিনি বলেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশ্তে প্রবেশ করতে পারবে না য্তক্ষন না তোমরা ঈমান গ্রহণ করবে আর ততক্ষন নাগাদ ঈমান লাভ করতে পারবে না যতক্ষন না পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদিগোকে এমন কথা বলে দিব না যা করলে তোমাদের পরস্পারিক ভালবাসা বৃদ্ধি পাবে ? তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে (মুসলিম)

No comments:

Post a Comment

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...