অনুবাদঃ- ৪৪২০/১৯ হযরত মুয়ায বিন আনাস (রাঃ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্বে বর্ণিত অর্থানুযায়ী বর্ণনা করেছেন । এ কথাগুলো বর্ধিত করেছেন । অতপর আর এক ব্যক্তি এসে বলল, ‘আস্সালামু আ’লাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু’ তখন তিনি বললেন, এ ব্যক্তির জন্য চল্লীশ নেকী লেখা হল । অতপর তিনি বললেন, এভাবে সওয়াবের পরিমান বৃদ্ধি হতে থাকে । (আবু দাউদ)
অনুবাদঃ- ৪৪২১/২০ হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেন, সে ব্যক্তিই আল্লাহ তায়া’লার অধিক নিকটবর্তী যে প্রথমে সালাম করে । (আহমদ, তিরমিযী ও আবু দাউদ)
অনুবাদঃ- ৪৪২২/২১ হযরত জারীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন- একদা নবী (সঃ) একদল মহিলার নিকট দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন । (আহমদ)
অনুবাদঃ- ৪৪২৩/২২ হযরত আলী বিন আবু তালিব (রাঃ) হতে বর্ণিত । তিনি বলেন- যখন একদল লোক যেতে থাকে তখন তাদের মধ্য হতে কোন এক ব্যক্তি অপর কোন ব্যক্তি বা দলকে সালাম করে, তখন সে সালামই গোটা দলের পক্ষ হতে যথেষ্ঠ । অনুরূপভাবে মজলিসের পক্ষ হতে যদি কোন এক ব্যক্তি উহার জাবাব দিয়ে দেয় তখন তার এ জবাবই গোটা মজলিসের পক্ষ হতে যথেষ্ঠ ।
ইমাম বায়হাকী তাঁর শোয়া’বুল ইমাম গ্রন্থে উক্ত রেওয়ায়েতটিকে ‘মারফু’ অর্থাৎ নবী(সঃ) এর উক্তি বলে বর্ণনা করেছেন । ইমাম আবু দাউদ বলেন- হযরত হাসান বিন আলীও এ হাদীসটি ‘মারফু’ হিসেবে বর্ণনা করেছেন । উক্ত হাসান বিন আলী হলেন ইমাম আবু দাউদের শায়খ বা উস্তাদ ।