Friday, March 27, 2015

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়



অনুবাদঃ- ৪৪২০/১৯       হযরত মুয়ায বিন আনাস (রাঃ) হতে বর্ণিত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্বে বর্ণিত অর্থানুযায়ী বর্ণনা করেছেন কথাগুলো বর্ধিত করেছেন অতপর আর এক ব্যক্তি এসে বলল, ‘আস্সালামু লাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহুতখন তিনি বললেন, ব্যক্তির জন্য চল্লীশ নেকী লেখা হল অতপর তিনি বললেন, এভাবে সওয়াবের পরিমান বৃদ্ধি হতে থাকে (আবু দাউদ)
অনুবাদঃ- ৪৪২১/২০    হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেন, সে ব্যক্তিই আল্লাহ তায়ালার অধিক নিকটবর্তী যে প্রথমে সালাম করে (আহমদ, তিরমিযী আবু দাউদ)
অনুবাদঃ- ৪৪২২/২১     হযরত জারীর (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন- একদা নবী (সঃ) একদল মহিলার নিকট দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন (আহমদ)

অনুবাদঃ- ৪৪২৩/২২     হযরত আলী বিন আবু তালিব (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন- যখন একদল লোক যেতে থাকে তখন তাদের মধ্য হতে কোন এক ব্যক্তি অপর কোন ব্যক্তি বা দলকে সালাম করে, তখন সে সালামই গোটা দলের পক্ষ হতে যথেষ্ঠ অনুরূপভাবে মজলিসের পক্ষ হতে যদি কোন এক ব্যক্তি উহার জাবাব দিয়ে দেয় তখন তার জবাবই গোটা মজলিসের পক্ষ হতে যথেষ্ঠ
ইমাম বায়হাকী তাঁর শোয়াবুল ইমাম গ্রন্থে উক্ত রেওয়ায়েতটিকেমারফুঅর্থাৎ নবী(সঃ) এর উক্তি বলে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ বলেন- হযরত হাসান বিন আলীও হাদীসটি  মারফুহিসেবে বর্ণনা করেছেন উক্ত হাসান বিন আলী হলেন ইমাম আবু দাউদের শায়খ বা উস্তাদ

আল হাদীস মেশকাত শরীফ শিষ্টাচার পর্ব সালাম অধ্যায়

অনুবাদঃ - ৪৪২০ / ১৯          হযরত মুয়ায বিন আনাস ( রাঃ ) হতে বর্ণিত । তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে পূর্ব...